মেয়র আইভীর বাড়ির ‘একটি ইটও থাকবে না’, হুমকি বিএনপি নেতার

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর 'বাড়ির ইট খুলে নেওয়ার' হুমকি দিয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মহানগর বিএনপির এক কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুমকি দেন৷

এসময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানও উপস্থিত ছিলেন।

সিটি মেয়র আইভীর নাম উল্লেখ করে বিএনপি নেতা টিপু বলেন, 'সব পালিয়ে গিয়েছে, আর আপনি দেওভোগে এখনো বসে আছেন। আমরা যদি নির্দেশ দেই তাহলে আপনার ওই হোয়াইট হাউজের (নগরীর দেওভোগে সাদা রঙের আইভীর পৈত্রিক বাড়ি) একটি ইটও থাকবে না। অতএব আপনি সাবধান হয়ে যান। আপনি আর এক পাও আগাবেন না।'

মেয়র আইভী বিএনপির কার্যালয় দখল করেছেন, এমন অভিযোগ তুলে বিএনপির এই নেতা আরও বলেন, 'আপনি বিএনপির অফিস দখল করেছেন। কোটি টাকা আত্মসাৎ করেছেন। নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের নামে অনেক দুর্নীতি করেছেন। আমরা চাই না বাংলাদেশের সুষ্ঠু ধারার নির্বাচনের আগে কোনো সন্ত্রাসী, খুনি হাসিনার প্রেতাত্মা এ দেশে থাকুক।'

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে 'খুনি' আখ্যায়িত করে টিপু বলেন, 'আমরা শান্তিতে থাকতে চাই। নারায়ণগঞ্জবাসীকে শান্তিতে থাকতে দেন। বাংলাদেশের মানুষদের শান্তিতে ঘুমাতে দেন। এই দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চেষ্টা করবেন না।'

উল্লেখ্য, ২০০৩ সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকাবস্থায় নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী। ২০১১ সালে আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে শামীম ওসমানকে বিপুল ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন। বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী মেয়র তিনি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় অনেক আওয়ামী লীগ নেতা পালিয়ে গেলেও, আইভী তার নিজ বাড়িতেই আছেন। তার বাড়িতে এখন পর্যন্ত কোনো হামলার খবর পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English
Bangladesh exports to EU

RMG exports to EU rise by 2.99% in Jan-Nov

In the 11 months, Bangladesh shipped garments worth $18.15 billion, second highest after China

1h ago