আ. লীগ হিন্দুদের ওপর হামলা চালিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ আবারও হিন্দুদের ওপর হামলা চালিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে।

আজ মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুরে এক পথসভায় তিনি এ কথা বলেন। ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে তিনি তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও যান।

পথসভায় মির্জা ফখরুল বলেন, 'ড. ইউনূসের নেতৃত্বে আজকে যারা দায়িত্ব নিয়েছেন তারা নিরপেক্ষ। আবারও বিদেশে বসে ষড়যন্ত্র করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বানচাল করার ষড়যন্ত্র শুরু করেছে আওয়ামী লীগ।'

'সবাইকে সতর্ক থাকতে হবে। তারা (আওয়ামী লীগ) হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার মিথ্যা অভিযোগ তুলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান-আমরা সবাই এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক,' বলেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, 'এখানে কোনো ধর্মীয় সংঘাত থাকবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—এই ধর্মীয় সম্প্রদায়গুলোর কেউই এখানে সংখ্যালঘু নয়।'

দেশের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ধরনের প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, 'নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে এবং নির্বাচনের পথ সুগম করবে। সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে এবং যারা নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে। তাই কেউ যেন জোর করে দখল করার চেষ্টা না করে তা নিশ্চিত করার দায়িত্ব আপনাদের।'

Comments

The Daily Star  | English

World leaders split as ICC issues arrest warrant for Netanyahu

The court also issued warrants for Israel's former defence minister as well as Hamas's military chief Mohammed Deif

27m ago