অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরির সময় দিয়েছি: মির্জা ফখরুল

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ছবি: ভিডিও থেকে নেওয়া

অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে সময় দেওয়া হয়েছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।

আজ সোমবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেছেন।

সাংবাদিকের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, 'অন্তর্বর্তী সরকারকে আগেই আমরা নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে সময় দিয়েছি। আমরা তাদের সব বিষয়গুলোতে সমর্থন দিচ্ছি।'

তিনি বলেন, 'আমরা একটা কথা পরিষ্কার করে বলেছি যে বর্তমানে দেশে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সাম্প্রদায়িক হামলার যে ধোঁয়া তোলা হচ্ছে, জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে যেন এই সরকারকে সহযোগিতা করে। সরকার তা করছে।'

মির্জা ফখরুল বলেন, 'আজকের বৈঠকে আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের মতামত জানিয়েছি।'

তিনি বলেন, 'যারা বাংলাদেশকে অধিকার থেকে বঞ্চিত করেছিল তারাই এখন ভারতে অবস্থান করছে, আমাদের বিজয় ক্ষুণ্ন করার ষড়যন্ত্র শুরু করেছে। ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত।'

'এটা বাংলাদেশের বদনামের জন্য, এই সরকারকে বদনাম করার জন্য এবং শিক্ষার্থীদের আন্দোলনকে দুর্বল করার একটি প্রচেষ্টা,' বলেন তিনি।

আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, 'এত মানুষ হত্যার পরও এই দলটি (আওয়ামী লীগ) এখনো বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলছে। আমরা বিশ্বাস করি সরকারের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা বিশ্বাস করি এই সরকারের উচিত সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা, কিন্তু খুনিদের সঙ্গে নয়।'

বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা এতে অংশ নেন।

 

Comments

The Daily Star  | English
BNP demands disclosure of power sector contracts

Disclose AL govt’s power, energy deals

The BNP yesterday demanded public disclosure of all the power and energy sector agreements made by the ousted Awami League government.

3h ago