চট্টগ্রামে বাজেটকে স্বাগত জানিয়ে আ. লীগের মিছিলে ২ পক্ষের সংঘর্ষ, আহত ১৫

সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
দুই পক্ষের মুখোমুখি অবস্থান। আজ বিকেলে তোলা ছবি। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় বাজেটকে স্বাগত জানাতে মিছিল বের করা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বৈরাগ কমিউনিটি সেন্টারের সামনে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের অনুসারী গ্রুপ পৃথকভাবে মিছিল বের করতে গেলে এ সংঘর্ষ হয়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সংঘর্ষে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী আহত হয়েছেন। তিনিসহ আহতদের অনেকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারা কমিউনিটি সেন্টারের সামনে বসেছিলেন। হঠাৎ প্রতিপক্ষ গ্রুপ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এ সময় উভয় গ্রুপ একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।

সংসদ সদস্য জাভেদের অনুসারী জসিমের দাবি, 'হামলায় মান্নানসহ তাদের গ্রুপের অন্তত ৮ জন আহত হয়েছেন। মান্নানকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

এ বিষয়ে জানতে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জানতে চাইলে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

Comments