সরকার স্যাংশন-ভিসানীতি কেয়ার করে না: কাদের

গণতন্ত্র বাঁচিয়ে রাখতে হলে অবাধ-সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: কাদের
ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার মার্কিন স্যাংশন, ভিসানীতি কেয়ার করে না।

তিনি বলেন, 'মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নিজেদের এজেন্ডা নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন। তাকে সরকার দাওয়াত দিয়ে আনেনি।'

আজ মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ডোনাল্ড লু'র বাংলাদেশ সফর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, 'আমি এ নিয়ে কোনো আলোচনা করতে চাই না। উনাদের রুটিন (সফরে) আসা আসবে, যাবে।'

তিনি আরও বলেন, 'তারা (বিএনপি) কি করছে না করছে জানি না। তারা উপরে উপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কি করে—সেটা তো বলা মুশকিল।'

সেতুমন্ত্রী বলেন, 'তিনি নির্বাচনের আগে এসেছিলেন তখন ভিসানীতি, স্যাংশনের বিষয় ছিল।‌ এখন আবার আসলেন। আমরা কোনো ধরনের স্যাংশন, ভিসানীতি—এগুলো কেয়ার করি না।'

 

Comments

The Daily Star  | English

Admin officers protest plan for more non-admin deputy secretaries

Non-admin officers announce strike tomorrow, demanding exam-based promotions

2h ago