শীর্ষ নেতৃত্বে অনাস্থা, জাপার ৬৬৮ নেতাকর্মীর পদত্যাগ

দলের প্রধান, সেক্রেটারি জেনারেলের ওপর অনাস্থা এনে ৬৬৮ ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির ৬৬৮ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

তারা বলছেন, ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে জাপা চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু অনিয়ম করেছেন।

জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি থেকে সম্প্রতি বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু ও সুনীল শুভ রায় এ ঘোষণা দেন।

সেন্টু বলেন, পদত্যাগকারীদের মধ্যে আটটি থানা কমিটি ও বেশ কয়েকটি ওয়ার্ড কমিটির নেতা আছেন।

সুনীল দ্য ডেইলি স্টারকে বলেন, 'জি এম কাদেরের প্রতি অনাস্থার প্রতীক হিসেবে জাতীয় পার্টি ঢাকা উত্তরের সদস্যসচিব জাহাঙ্গীর আলম পাঠানের নেতৃত্বে ৬৬৮ নেতাকর্মী পদত্যাগ করেছেন।'

সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা জি এম কাদের ও চুন্নুর পদত্যাগ দাবি করেন।

গত ১৪ জানুয়ারি রাজধানীতে এক অনুষ্ঠানে জাপার তৃণমূল নেতারা পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের কাছে দলে গণতন্ত্র ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।

নির্বাচনে দলের পরাজয়ের কারণ হিসেবে জি এম কাদের ও চুন্নুকে দায়ী করেন তারা।

একাধিক জাপা নেতার অভিযোগ, দুই শীর্ষ নেতা নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনেক টাকা পেলেও, প্রচারণার সময় দলীয় প্রার্থীদের সমর্থনে টাকা খরচ করেননি।

তবে, জি এম কাদের ও চুন্নু নির্বাচনে অংশ নেওয়ার জন্য সরকারের কাছ থেকে অর্থ পাওয়ার অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন।

গত ১০ জানুয়ারি জি এম কাদের ও চুন্নুর পদত্যাগের দাবিতে দলীয় চেয়ারম্যানের বনানী কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন কয়েকশ নেতাকর্মী।

এবারের নির্বাচনে জাপা ২৬৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ২৬টি আসনে আওয়ামী লীগ তাদের ছাড় দিলেও, মাত্র ১১টিতে জয়লাভ করে জাপা প্রার্থীরা। 

একাদশ জাতীয় সংসদে দলটির আসন ছিল ২৩টি।

Comments

The Daily Star  | English

ACC to sue Hasina, Rehana and her children over Purbachal plot allocation

The allocations include six plots, each measuring 10 kathas, in the diplomatic zone of Purbachal New Town project

1h ago