বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পুড়ে যাওয়া বগি। ছবি: আনিসুর রহমান/স্টার

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন ধরিয়ে নাশকতা ও যাত্রী হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ শনিবার বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির ৩০২ ধারায় এ মামলা দায়ের করেন।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

Comments

The Daily Star  | English

Bangladesh sees window of opportunity in Trump’s trade war

US President-elect Donald Trump’s trade policies towards China and Mexico could ultimately benefit Bangladesh, according to local apparel exporters.

9h ago