‘দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের’ তথ্য জানাতে ডিবি কার্যালয়ে শামীম ওসমান

শামীম ওসমান ডিবি কার্যালয়ে
বুধবারে ডিবি কার্যালয়ে গিয়ে ডিবি প্রধানের সঙ্গে দুপুরের খাবার খান শামীম ওসমান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ডিবি প্রধান হারুন অর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ডিবিপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের বিষয়ে 'তথ্য' জানিয়েছেন বলে দাবি করেছেন শামীম ওসমান।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে তিনি ডিবি কার্যালয়ে যান এবং ডিবি প্রধানের সঙ্গে দুপুরের খাবার খান।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামীম ওসমান বলেন, 'আমি গতকাল একটা সংবাদ সম্মেলনে বলেছি যে বাংলাদেশে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে, যেগুলোর মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হতে পারে।'

তিনি বলেন, 'যখন কোনো নাগরিক দেশের জন্য ক্ষতিকর কোনো তথ্য জানতে পারেন, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানানো তার দায়িত্ব।'

'আমি এখানে সংসদ সদস্য বা আওয়ামী লীগ নেতা হিসেবে নই, একজন উদ্বিগ্ন নাগরিক হিসেবে এসেছি,' ডিবি কার্যালয়ের বাইরে সাংবাদিকদের বলেন শামীম ওসমান।

তিনি বলেন, 'আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি, বিভিন্ন ধরনের তথ্য পাই। এসব তথ্য সঠিক কিনা, সেগুলো জানাতে এসেছি। প্রশাসনের দায়িত্ব এগুলো দেখা।'

শামীম ওসমান বলেন, 'আমি মনে করি তিনি (হারুন) একজন যোগ্য কর্মকর্তা। তাই আমি তার সঙ্গে এসব তথ্য শেয়ার করেছি।'

তিনি বলেন, 'আমার ওপর ২০০১ সালের ১৬ জুন আরডিএক্স বোমা হামলা হয়েছিল। যদি ২০০১ সালে এমন হুমকি থাকে, তাহলে এখনো সেই হুমকি আছে।'

নির্বাচনে অংশ নিচ্ছে না প্রধান বিরোধী দল বিএনপি। এ বিষয়ে জানতে চাইলে শামীম ওসমান বলেন, 'খেলা হবে, খেলায় হয়ত কম ফাউল হবে। একটি পরিচ্ছন্ন খেলা হবে।'

Comments