রাজনীতি

চট্টগ্রাম-টাঙ্গাইলে ২ বাসে আগুন

বাসে আগুন
বাসে আগুন। ফাইল ছবি

চট্টগ্রাম ও টাঙ্গাইলে দুইটি বাসে আগুন দেওয়ার ঘটটা ঘটেছে।

সোমবার রাতে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ান।

তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে হালিশহরের শান্তিবাগ এলাকায় বাসটিতে আগুন দেওয়া হয়। আগুনে বাসের দুটি সিট পুড়ে গেছে।

'আগুন লাগার পর বাসচালক ভয় পেয়ে যান এবং আগুন নেভাতে দ্রুত গতিতে বাসটি চালাতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে শনাক্ত করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে ', বলেন তিনি।

স্থানীয়রা জানান, স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই ঘটনার প্রতিবাদে মিছিল বের করেছে।

অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় এই ঘটনা ঘটে বলে ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া।

তিনি জানান, মির্জাপুর-সখীপুর রুটে চলাচলকারী বাসটি রাতে মহাসড়কের একপাশে দাঁড়িয়ে ছিল। বাসের ভেতর ঘুমিয়ে থাকা হেলপার আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।

'আগুনে বাসটি অনেকাংশই পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি', বলেন তিনি।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

'প্রাথমিকভাবে এটিকে একটি নাশকতামূলক ঘটনা বলে মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Session delays, irregularities, and lack of central planning cited as reasons

10h ago