সিলেটে লেগুনায় ও বগুড়ায় কনটেইনারবাহী লরিতে আগুন
সিলেট সদরের শাহপরানে একটি লেগুনায় এবং বগুড়া সদরের শাকপালায় একটি কনটেইনারবাহী লরিতে আজ বুধবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের অফিসার তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।
রাত ৮টা ৪৩ মিনিটের দিকে সিলেট সদরের শাহপরানের দাসপাড়ায় লেগুনায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ৮টা ৪৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়। সিলেট সেনানিবাস ফায়ার স্টেশনের ২ ইউনিট আগুন নেভানোর কাজ করে।
এদিকে, আজ রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বগুড়া সদরের শাকপালায় একটি কনটেইনারবাহী লরিতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে বগুড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ৯টা ৫মিনিটের দিকে সেখানে পৌঁছায়।
লরিচালক বদিউল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে চট্টগ্রাম থেকে কনটেইনার নিয়ে তামাক আনতে রংপুর যাচ্ছিলাম। বিএডিসি অফিসের সামনে প্রায় ১০০ মানুষ মশাল মিছিল নিয়ে এসে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। আমরা লরি থামালে তারা মশালের আগুন দিয়ে লরিতে অগ্নিসংযোগ করে চলে যায়।'
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে আসি। স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুরোপুরিভাবে আগুন নিভিয়ে ফেলেন।'
Comments