চট্টগ্রাম থেকে ১১৫ যাত্রী তুলে ঢাকার পথে ‘কক্সবাজার এক্সপ্রেস’
কক্সবাজার থেকে এক হাজার ২০ যাত্রী নিয়ে বিকেল ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় কক্সবাজার এক্সপ্রেস।
চট্টগ্রাম থেকে ১১৫ জন যাত্রী তুলে বিকেল সোয়া ৪টায় ট্রেনটি ঢাকার উদ্দেশে বন্দরনগরী ত্যাগ করে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে রাজধানী অভিমুখে প্রথম যাত্রা শুরু করে ট্রেনটি।
ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, 'ট্রেনটি প্রায় ৩৫ মিনিট আমাদের স্টেশনে ছিল। সব আনুষ্ঠানিকতা শেষে এটি সফলভাবে চট্টগ্রাম থেকে রাজধানীর উদ্দেশে রওনা হয়েছে।'
স্টেশনে ট্রেনের যাত্রীদের উচ্ছ্বাস ছিল দেখার মতো।
স্কুলশিক্ষক মনিরা খাতুন কক্সবাজার থেকে এই ট্রেনে চট্টগ্রামে আসেন। তিনি ডেইলি স্টারকে বলেন, 'ভ্রমণটি খুবই উপভোগ্য হয়েছে।'
এদিকে, ইঞ্জিন, কোচ ও জনবল স্বল্পতার কারণে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চালু করতে পারেনি বাংলাদেশ রেলওয়ে। এজন্য চট্টগ্রামের যাত্রীদের জন্য ট্রেনের দুটি বগিতে ১১৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে।
কক্সবাজার এক্সপ্রেসে কক্সবাজার থেকে চট্টগ্রাম যান রেলসচিব হুমায়ুন কবির। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, 'চলতি মাসের মধ্যে কিছু নতুন কোচ দেশে পৌঁছে যাবে। তখন আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এক জোড়া ট্রেন সার্ভিস চালু করব।'
Comments