বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর আটক

আলতাফ হোসেন চৌধুরী ও শাহজাহান ওমর
এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও ব্যারিস্টার শাহজাহান ওমর। ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও ব্যারিস্টার শাহজাহান ওমরকে আটক করেছে পুলিশ।

আজ রোববার ভোরে তাদের আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে—প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব সদরদপ্তরে আনা হয়েছে।

এদিকে, বিএনপির চেয়ারপাসনের মিডিয়া উইং সূত্রে জানানো হয়— দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্র জানায়, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

Comments