বরিশালে বিএনপির ১০ নেতা-কর্মী গ্রেপ্তার
বরিশালে অভিযান চালিয়ে বিএনপির ১০ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে নগরীর সিএ্যান্ডবি রোড এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় কোতয়ালী পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, তাদের বিরুদ্ধে ঢাকায় পুলিশের ওপর হামলাসহ নাশকতার অভিযোগ আছে।
অবরোধ পরিস্থিতি
বিএনপির অবরোধের দ্বিতীয় দিনে বরিশালে স্বল্প সংখ্যক বাস চলাচল করছে বলে জানান বাস মালিক গ্রুপের সম্পাদক কিশোর কুমার দাস।
তিনি জানান, অগের দিনের চেয়ে যাত্রী বেশি থাকায় ঢাকা–বরিশালসহ দূরপাল্লার বাস নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ছেড়ে গেছে।
সকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। আগের দিনের চেয়ে দোকান পাট খুলেছে বেশি। রাস্তায় ব্যাপক সংখ্যক থ্রি হুইলার দেখা গেছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে র্যাব-পুলিশ, বিজিবি টহল দিতে দেখা গেছে।
Comments