বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ, ১০ ডিসেম্বর সারাদেশে মানববন্ধন

বিএনপির মানববন্ধন
ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগের এক দফাসহ বিভিন্ন দাবিতে আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি।

আগামী বুধবার, ৬ ডিসেম্বর ভোর ৬টা থেকে শুক্রবার, ৮ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।  

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। অবরোধের পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন পালনের ঘোষণা দেন তিনি।

রিজভী বলেন, 'আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম, খুন, গায়েবি মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির দলীয় নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সমন্বয়ে ঢাকাসহ সারাদেশের জেলা সদরে ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।'

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

5h ago