সিলেট নগরীর বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ

সারাদেশে বিএনপির ডাকা হরতালে আজ রোববার সকাল থেকে সিলেট নগরীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সিলেট নগরীতে গতকাল বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। ছবি: শেখ নাসির

সারাদেশে বিএনপির ডাকা হরতালে আজ রোববার সকাল থেকে সিলেট নগরীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ সকাল সাড়ে ৮টার দিকে জিন্দাবাজার এলাকায় একদল বিএনপি নেতাকর্মী রাস্তায় জড়ো হতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পুলিশ পিকেটারদের ধাওয়া দেয় এবং ঘটনাস্থলে বেশ কয়েকটি রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।

এসময় পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজন বিএনপিকর্মীকে আটক ও একটি মোটরসাইকেল জব্দ করে।

সকাল ৯টার দিকে বিএনপির একদল নেতাকর্মী শহরের লন্ডনী রোড এলাকায় মিছিল নিয়ে ১০ থেকে ১২টি গাড়ি ভাঙচুর করে এবং তাৎক্ষণিক পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সকাল সোয়া ৯টার দিকে জেল রোড এলাকায় বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

সকাল ১০টার দিকে নগরীর দরগা গেট এলাকায় একটি রিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, 'বিএনপির কর্মীরা এখানে-সেখানে পিকেটিং চালিয়ে যাচ্ছে, এর মধ্যে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে আমরা কাজ করছি। বিভিন্ন এলাকা থেকে সাত জন বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।'

হরতালে সিলেট নগরীতে অন্যান্য দিনের মতো যানজট নেই। গতকাল বিএনপির সমাবেশে পুলিশের সঙ্গে সংর্ঘষের পর আজ সারাদেশে হরতাল ডাকে বিএনপি।

Comments