নির্বাচনকে ঘিরে যে সংকট ঘনীভূত হয়েছে তার দায় এই সরকারের: সিপিবি

সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, 'নির্বাচনকে ঘিরে যে সংকট ঘনীভূত হয়েছে তার দায় এই সরকারের।'

তিনি সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। দাবি আদায়ে রাজপথে সংগ্রাম গড়ে তোলা ও নির্বাচনকালীন সরকার নিয়ে এখনই আলোচনা শুরুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আজ শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)  যশোর জেলা কমিটির সভা টিইউসি অফিসে জেলা পার্টির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন রুহিন হোসেন প্রিন্স।

তিনি `নির্বাচনকে ঘিরে বিদেশি শক্তির অপতৎপরতায়' ক্ষোভ প্রকাশ করে বলেন, 'সরকার ও শাসক গোষ্ঠীর নতজানু নীতির কারণে এই শক্তি অপতৎপরতা চালাতে পারছে।'

তিনি আরও বলেন, 'দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন, সাধারণ মানুষের আয় কমে গেছে।  দুর্নীতি -লুটপাট পাহাড় পরিমাণ। এ অবস্থা থেকে মুক্তি পেতে আওয়ামী দুঃশাসনের অবসান ঘটাতে হবে। ব্যবস্থা বদলের সংগ্রাম এগিয়ে নিতে হবে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে যার যার দাবি ও দুঃশাসনের অবসানের দাবিতে গণ আন্দোলন গণ সংগ্রাম গড়ে তুলতে হবে।'

সভায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, লুটপাট দুর্নীতি বন্ধ,পাচারের টাকা ফেরত আনার দাবিতে জেলা সদর, উপজেলাতে ১৫ অক্টোবর পর্যন্ত জনসভা, বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য মো.কিবরিয়া, জেলা পার্টির সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য  মাহবুবুর রহমান মজনু, বীথিকা সরকার, জেলা সদস্য আব্দুর রহিম, মফিজুর রহমান নান্নু, সুশীল দাস, কামরুন নাহার কনা,  জেলা সংগঠন মহিবুল ইসলাম, কিশোর কুমার কাজল।

Comments

The Daily Star  | English
US dollar price rises

Explanations sought from 13 banks for higher USD rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

16m ago