তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন, মহাসচিব তৈমুর আলম

তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন, মহাসচিব তৈমুর আলম
সমশের মবিন চৌধুরী ও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। ছবি: সংগৃহীত

সমশের মবিন চৌধুরী ও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার তৃণমূল বাংলাদেশ জাতীয় পার্টির (বিএনপি) চেয়ারপারসন ও মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা দলের নির্বাহী চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার জাতীয় সম্মেলন ও কাউন্সিলে তৃণমূল বিএনপির ২৭ সদস্যের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে কে এম জাহাঙ্গীর মজমাদারকে কো-চেয়ারপারসন এবং মেজর হাবিবুর রহমান, মোখলেছুর রহমান ফরহাদী, দীপক কুমার পালিত, মেনোয়াল সরকার ও সালাম মাহমুদকে ভাইস-চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া মো. আক্কাস আলী খানকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট মাসুদুর রহমান, ফয়েজ চৌধুরী, তালুকদার জহিরুল হক ও রোকসানা আমিন সুরমাকে জয়েন্ট সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

36m ago