হবিগঞ্জে বিএনপির ৮৭ নেতাকর্মীর নামে মামলা, অজ্ঞাত আসামি দেড় শতাধিক

হবিগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

হবিগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনার ১ সপ্তাহ পর বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরও দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ শনিবার বিকেলে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী মামলাটি করেন।

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. বদিউজ্জামান এ তথ্য জানিয়ে বলেন, বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৮৭ জনের নামে এবং অজ্ঞাত পরিচয়ের আরও দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মারামারি অভিযোগে ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী বলেন, 'মামলায় অভিযোগ করা হয়েছে, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২০ আগস্ট শহরে অস্ত্রশস্ত্র নিয়ে ত্রাস সৃষ্টি করেন। তাদের হামলায় দলের শতাধিক নেতাকর্মী আহত হন। মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিবকে।'

মামলায় আসামিদের মধ্যে আছেন জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, সাবেক সভাপতি এমদাদুল হক ইমরান ও মহিবুল ইসলাম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শফিকুর রহমান সিতু ও অ্যাডভোকেট গুলজার আহমেদ খান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সৈয়দ মুশফিক।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায়বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি কে গউছ বলেন, মামলা আইনিভাবে মোকাবিলা করা হবে।

Comments

The Daily Star  | English

Nahid warns against media intimidation, vows stern action

The government will take stern action against those trying to incite violence or exert undue pressure on the media or newspapers, said Information Adviser Nahid Islam today

1h ago