জামালপুরে আ. লীগ নেতার বিরুদ্ধে এমপিকে লাঞ্ছিতের অভিযোগ

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় এমপি হোসনে আরাকে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযুক্ত আনোয়ার হোসেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই সভায় জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জামালপুর-শেরপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা বিশেষ অতিথি ছিলেন।

সংসদ সদস্য হোসনে আরা অভিযোগ করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি ওই এলাকার সংরক্ষিত আসনের সংসদ সদস্য হলেও আমাকে সেখানকার কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না। সভায় এ কথা বললে আনোয়ার হোসেন আমাকে জিজ্ঞেস করেন, আপনি কে? কেন আমি সেখানে গিয়েছি? এরপর তিনি আমাকে চড় মারেন।'

তিনি বলেন, 'আমি প্রতিবাদ জানালে প্রতিমন্ত্রী উল্টো আমাকে থামিয়ে দেন। কিন্তু আনোয়ারকে কিছুই বলেননি।'

অভিযুক্ত আনোয়ার প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন বলেও তিনি দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডেইলি স্টারকে বলেন, 'রাজনৈতিক উদ্দেশে আনোয়ারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন সংসদ সদস্য হোসনে আরা। সভায় এমন কোনো ঘটনা ঘটেনি।'

যোগাযোগ করা হলে অভিযুক্ত আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে ডেইলি স্টারকে বলেন, 'আমি এমপি হোসনে আরাকে লাঞ্ছিত করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। সেখানে এমন কিছুই হয়নি। প্রতিমন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন, তিনি সব দেখেছেন।'

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

58m ago