কংগ্রেসে প্রথম ভাষণে যে ৪ বিষয় নিয়ে কথা বলবেন ট্রাম্প

হোয়াইট হাউসের রুজভেল্ট কক্ষে বক্তব্য রাখছেন ট্রাম্প। ছবি: এএফপি
হোয়াইট হাউসের রুজভেল্ট কক্ষে বক্তব্য রাখছেন ট্রাম্প। ছবি: এএফপি

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ প্রথমবারের মতো দেশটির পার্লামেন্টে বক্তব্য রাখবেন। তার ছয় সপ্তাহের অর্জন, সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ, পররাষ্ট্রনীতি ও অর্থনীতি নিয়ে কথা বলবেন ট্রাম্প। 

আজ মঙ্গলবার এএফপি এই তথ্য জানিয়েছে।

জানা গেছে, কংগ্রেসে প্রথম ভাষণে আমেরিকান স্বপ্নের পুনর্জাগরণের প্রতিশ্রুতি দেবেন ট্রাম্প। পাশাপাশি, প্রেসিডেন্টের ক্ষমতার সম্প্রসারণ ও পুনর্গঠিত বিশ্বব্যবস্থার একটি রূপরেখাও তুলে ধরবেন তিনি।  

ট্রাম্পের ছয় সপ্তাহ

দ্বিতীয় মেয়াদে ছয়টি ঝঞ্ঝাবিক্ষুব্ধ সপ্তাহ কাটানোর পর এই বক্তব্য রাখবেন ট্রাম্প। এই ছয় সপ্তাহে ট্রাম্পের একটি বড় উদ্যোগ ছিল অসংখ্য সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা, বেশ কিছু সরকারি কার্যালয় বন্ধ করে দেওয়া এবং সার্বিকভাবে কেন্দ্রীয় সরকারের  সংস্কার। এসব উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং নবগঠিত সরকারি কর্মদক্ষতা বিভাগের (ডিওজিই) প্রধান ইলন মাস্ক।

ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু মাস্ক। দেখা হলেই একে অপরকে 'হাগ' দেন। ফাইল ছবি: রয়টার্স
ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু মাস্ক। দেখা হলেই একে অপরকে 'হাগ' দেন। ফাইল ছবি: রয়টার্স

বিশ্ব মঞ্চেও ঝড় তুলেছেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করেছেন এবং রাশিয়ার সঙ্গে নতুন করে বন্ধুত্বে জড়িয়েছেন এই নেতা। পাশাপাশি, গাজার নিয়ন্ত্রণ নিয়ে একে পর্যটনবান্ধব 'মধ্যপ্রাচ্যের রিভিয়েরা' হিসেবে গড়ে তোলার অদ্ভুত পরিকল্পনার কথা জানিয়েও আলোচিত-সমালোচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট। মিত্রদের কাছ থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করে বিশ্ব বাণিজ্যের দৃশ্যপটও পালটেছেন তিনি।

বক্তব্যে যা থাকছে

হোয়াইট হাউস জানিয়েছে, মঙ্গলবার রাত ৯ টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টায়) প্রেসিডেন্ট যে ভাষণ দেবেন, তার মূল বিষয়বস্তু হবে 'আমেরিকান স্বপ্নের পুনর্জাগরণ।'

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসন ফক্স নিউজের একটি প্রতিবেদনের লিংকও শেয়ার করেছে।

ফক্স নিউজ জানিয়েছে, ট্রাম্প চারটি বিষয় নিয়ে কথা বলবেন।

হোয়াইট হাউসের পোষ্টার। ছবি: হোয়াইট হাউসের এক্স হ্যান্ডল
হোয়াইট হাউসের পোষ্টার। ছবি: হোয়াইট হাউসের এক্স হ্যান্ডল

প্রথমত, তার দ্বিতীয় মেয়াদে দেশে ও বিদেশে এখন পর্যন্ত যা যা সাফল্য ও অর্জন এসেছে, সেটার ফিরিস্তি দেবেন ট্রাম্প।

অন্যান্য আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে অর্থনীতি, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতে আরও অর্থায়নের জন্য কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি এবং 'বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায়' ট্রাম্পের পরিকল্পনা।

ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার সাংবাদিকদের সোমবার বলেন, 'ওভাল অফিসের সবচেয়ে সেরা বক্তা হলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যতবার তিনি এ ধরনের ভাষণ দিয়েছেন, তখনই তিনি সর্বস্তরের আমেরিকানদের মন জয় করেছেন।'

তিনি উল্লেখ করেন, এই বক্তব্যে ট্রাম্প তার গত এক মাসের নজিরবিহীন ও নতুন রেকর্ড সৃষ্টিকারী অর্জনগুলো নিয়ে কথা বলবেন।

ট্রাম্প ট্রুথ সোশালে পোস্ট করে প্রতিশ্রুতি দেন, কংগ্রেসে তার বক্তব্যে 'অনেক বড় কিছু হবে' এবং 'যেমনটা ঘটেছে, তেমনই বলবেন' তিনি।

জানা গেছে, মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এই যৌথ অধিবেশনে ট্রাম্পের সঙ্গে যোগ দেবেন তার ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক।

মার্কিন পররাষ্ট্রনীতি ও ইউক্রেনের ভবিষ্যত

ট্রাম্প তার বক্তব্যে মার্কিন পররাষ্ট্রনীতিকে নতুন করে সংজ্ঞায়িত করার উদ্যোগ নিয়ে বিস্তারিত বলবেন। 

ইউক্রেন যুদ্ধ নিরসনের বিষয়টি নিয়ে কিছু বলবেন কি না, এ প্রশ্নের জবাব সোমবার ট্রাম্প বলেন, বক্তব্যে এই উদ্যোগের সর্বশেষ পরিস্থিতির বিষয়ে তিনি জানাবেন।

 ট্রাম্প, ভ্যান্স ও জেলেনস্কিসহ অন্যান্য কর্মকর্তারা ওভাল অফিসে বৈঠক করছেন। ছবি: এএফপি
ট্রাম্প, ভ্যান্স ও জেলেনস্কিসহ অন্যান্য কর্মকর্তারা ওভাল অফিসে বৈঠক করছেন। ছবি: এএফপি

চার দিন আগেই নজিরবিহীন এক ঘটনায় ওভাল অফিসে বাগবিতণ্ডায় জড়ান ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিরল খনিজ সম্পদের চুক্তিতে সই না করেই হোয়াইট হাউস ছেড়ে যেতে হয় জেলেনস্কিকে।

Comments

The Daily Star  | English

US retailers lean on suppliers to absorb tariffs

Rather than absorbing the cost or immediately passing it on to consumers, many US apparel retailers and brands have turned to their suppliers in Bangladesh, demanding they share the pain

5h ago