তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে আ. লীগের বিশেষ বর্ধিত সভা চলছে

২৭ জুলাইয়ের সমাবেশ

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা চলছে। আজ রোববার সকাল ১০ টা ৩৫ মিনিটের দিকে গণভবনে এ বৈঠক শুরু হয়।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে দলের তৃণমূল নেতাদের সঙ্গে এ বৈঠক করছেন।

সভায় সঞ্চালনা করছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের প্রায় ৫ হাজার দলীয় নেতাকর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধি এতে অংশ নিচ্ছেন।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জেলা ও মহানগর, উপজেলা ও পৌরসভা শাখা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, দলের সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সচিবরা উপস্থিত আছেন।

অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের অভ্যন্তরীণ কোন্দল সম্পর্কে কড়া বার্তা দেবেন। আগামী নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিতে পারেন। দলে ভিন্নমতাবলম্বীদের কোনো জায়গা থাকবে না বলে স্পষ্ট সতর্কবার্তা আসতে পারে।

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি, বিদেশি রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের বক্তব্য এবং বিএনপির সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে তার দলের নেতাদের মনোবল বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী এই বৈঠক ডেকেছেন।

দলীয় সূত্র জানায়, বৈঠকে আওয়ামী লীগ সভাপতি সরকারের অর্জন তুলে ধরে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য দলের কৌশল এবং আাওয়ামী লীগ ও বিএনপি সরকারের নিয়মনীতির পার্থক্য সম্পর্কে একটি দিকনির্দেশনা দিতে পারেন।

প্রত্যেক জাতীয় নির্বাচনের আগে দলের নেতাদের নির্দেশনা দিতে এ ধরনের সভা করে আ‌ওয়ামী লীগ। ২০১৮ সালের সংসদীয় নির্বাচনের আগে ২০১৭ সালের ২৩ জুন এ এই ধরনের সবশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

Comments

The Daily Star  | English

The constitution: Reforms only after a strong consensus

Constitutional reforms should be done after taking people’s opinions into account, said Dr Kamal Hossain, one of the framers of the constitution.

2h ago