সমাবেশের অনুমতি না পেয়ে রোববার বিভাগীয় শহরে বিক্ষোভের ডাক জামায়াতের

ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার সমাবেশ করতে চেয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে অনুমতি না পাওয়ায় আগামী রোববার দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

আজ সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ৩ দাবিতে ১ আগস্ট বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছিল জামায়াত। কিন্তু ডিএমপি জামায়াতকে ওই সমাবেশের অনুমতিও দেয়নি।

সমাবেশের অনুমতি না পেয়ে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল দলটি।

বায়তুল মোকাররমের ফটকে সমাবেশের অনুমতি না দেওয়ার কারণ সম্পর্কে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছিল, ওই সমাবেশকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। এ কারণেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

গত ১০ জুন পুলিশের অনুমতি নিয়ে ১০ বছর পর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি সমাবেশ করে ঢাকা (দক্ষিণ) মহানগর জামায়াত।

Comments