সমাবেশ করতে ২ দলকেই শর্ত মানতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সমাবেশ করতে ২ দলকেই শর্ত মানতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

সড়কে সমাবেশ করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিকে শর্ত মানতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তারা যেন নিয়ম-শৃঙ্খলা মেনে চলেন। দেশের আইন মেনে চলবেন, জনদুর্ভোগ সৃষ্টি না করেন—সে জন্য আমি আহ্বান রাখব। তারা যেন কোনো রকম ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হন।'

'তারা যদি এটি অতিক্রম করে জনদুর্ভোগ সৃষ্টি করেন কিংবা জানমালের ক্ষতি করেন কিংবা কোনো জায়গায় জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করেন তখন আমাদের নিরাপত্তা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব তারা পালন করবেন,' বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'আমরা অনুরোধ করছি বড় ২ দলকে তারা যেন রাস্তা বর্জন করে। তারা যেন সহিংসতা না করেন সেটি আমরা অনুরোধ করব।'

'কারা কোথায় সমাবেশ করবে আমরা এখনো কিন্তু জানি না। আমরা বলছিলাম মাঠে করতে। তাদের অসুবিধা থাকলে আমরা পরে বিবেচনা করব,' আরেক প্রশ্নের জবাবে বলেন তিনি।

আগামীকাল বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এবং আওয়ামী লীগের ৩ সংগঠন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে। এ বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, 'তারা যদি (সমাবেশ) করে আমরা ২ দলকেই শর্ত দিয়ে দেবো; তারা কীভাবে করবে এবং কী করতে পারবেন না।'

'২ দলের জন্য একই নির্দেশনা থাকবে। এখন পর্যন্ত আমরা কাউকে অনুমতি দেইনি। এসব পুলিশ কমিশনার নিয়ন্ত্রণ করে থাকেন। তিনি বসে সিদ্ধান্ত নেবেন যে, কী করবেন,' বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

35m ago