‘বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ নেই, জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে’

ছবি: স্টার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ হবে না। ২-১ দিনের মধ্যে তারাও বুঝে যাবেন যে, জনগণ তাদের (বিএনপি-জামায়াত) কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।'

আজ শনিবার বিকেলে মানিকগঞ্জের হরিরামপুরের লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা এলাকায় নবনির্মিত পুলিশ ফাঁড়ি এবং মুক্তিযুদ্ধের ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়। ষড়যন্ত্র করে সরকার পরিবর্তন করা যাবে না। এদেশের মানুষ ষড়যন্ত্রকারীদের চিনে ফেলেছে। তাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। শেখ হাসিনা যতদিন বাংলার প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন দেশের উন্নয়ন হবে।'

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেনজীর আহমেদ, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মমিন উদ্দিন খান ও অতিরিক্ত পুলিশ সুপার সুজন কুমার সরকার।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

6m ago