বাঙলা কলেজের সামনে সংঘর্ষে ২ মামলায় বিএনপির ১২০০ নেতাকর্মী আসামি

ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

ঢাকার মিরপুরে সরকারি বাঙলা কলেজের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। দুই মামলায় বিএনপির প্রায় ১ হাজার ২০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এর মধ্যে বাঙলা কলেজের ছাত্র রুবেল হোসেন একটি মামলার বাদী। দারুসসালাম থানায় দায়ের করা তার মামলায় ১২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা কলেজের শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে হামলা করে। হামলাকারীরা তার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।

একই থানায় অন্য মামলাটি দায়ের করেন কলেজের কর্মচারী মহিদুর রহমান। কলেজের ভেতরে ঢুকে ভাঙচুরের অভিযোগে এই মামলায় ১০৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল বাশার দ্য ডেইলি স্টারকে বলেন, আসামিদের মধ্যে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সরকারি বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় হামলা হয়। দলটির অভিযোগ, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। গাবতলী থেকে পদযাত্রা শুরু হয়ে বাঙলা কলেজ এলাকায় আসার পর হামলার এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার উদ্দেশে জড়ো হয়েছিলেন। তখন তাদের সঙ্গে মিরপুরের সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। বিএনপির কিছু কর্মী সেই সময় একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেন।

 

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

1h ago