পদযাত্রার মৌখিক অনুমতি

১৮ জুলাই বিএনপির পদযাত্রার রুট বদলানোর পরামর্শ ডিএমপির

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
আজ রোববার সকালে ডিএমপি কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

এক দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত আগামী ১৮ জুলাই পদযাত্রা কর্মসূচির ‍রুট বদলানোর পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ রোববার সকালে ডিএমপি কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে দলটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এ কথা জানিয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, 'আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা করেছি। এক দফার আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। সে অনুযায়ী ওনাদের খুব একটা আপত্তি নেই। আমরা ওনাদের সহযোগিতা চেয়েছি, আশা করি ওনারা আমাদের সহযোগিতা করবেন।'

প্রসঙ্গত, গত ১২ জুলাই ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৮ জুলাই সকাল ১০টায় গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এবং ১৯ জুলাই সকাল ১০টায় উত্তরার আব্দুল্লাহপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি।

'তবে ১৮ তারিখের রুট নিয়ে ওনাদের কিছু পরামর্শ ছিল। আমাদের দলের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সমন্বয় করে নেব, খুব একটা সমস্যা হবে না। ২২ জুলাই বিএনপি অফিসের সামনে আমাদের তারুণ্যের সমাবেশ রয়েছে, আমরা এ ব্যাপারেও ওনাদের সহযোগিতা কামনা করেছি,' বলেন এ্যানি।

আপনারা বলছেন ডিএমপির আপত্তি নেই, সে ক্ষেত্রে তারা কি মৌখিক অনুমতি দিয়েছে—গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে এ্যানি বলেন, 'আসলে আমরা অবহিত করেছি। যেখানে একটা টেবিল আলোচনা হচ্ছে মৌখিকভাবে এবং সেখানে আমরা তাদের সহযোগিতা চেয়েছি, ওনারা সহযোগিতা করবেন। আমাদের একটি বিশেষ স্বেচ্ছাসেবক টিম প্রতিটি স্পটে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে। আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে একটি প্রোগ্রাম করছি এবং জনগণকে সম্পৃক্ত করার মধ্য দিয়ে একটি কঠোর আন্দোলন করতে চাচ্ছি আমরা তাকে বেগবান করব, শক্তিশালী করব।'

মাইকিং নিয়ে কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'ওনারা অনুরোধ করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারণা চালাতে। এতে কোনো আপত্তি নেই।'

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এটা হলো একটা গণআন্দোলন গড়ে তোলা। আমরা অতীতেও গণআন্দোলন করেছি। সেই গণআন্দোলনের মধ্য দিয়ে অনেক সরকারের পতন হয়েছে। ইনশাল্লাহ এখানেও জনগণকে সম্পৃক্ত করার মধ্য দিয়ে...শুধু পদযাত্রা নয়, আমরা জনসভা, সমাবেশ, গণমিছিল, গণঅনশন করছি, আরও কঠিন কর্মসূচি আসবে এবং সরকার বাধ্য হবে আমাদের দাবি মেনে নিতে।'

'আলাপ-আলোচনার মধ্য দিয়ে একটি সুন্দর সমাধান হয়েছে, আলোচনা হয়েছে। আমরা ওনাদের সহযোগিতা চেয়েছি, এখানে অনুমতির খুব একটা প্রয়োজন পড়ে না যেখানে মৌখিক আলোচনা হয়েছে,' আরেক প্রশ্নের জবাবে বলেন তিনি।

কোন কোন সড়কে বিএনপি আপত্তি আছে জানতে চাইলে এ্যানি বলেন, 'ওনারা চেয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়কে ডাইভার্ট করে অন্য রুট ব্যবহার করা হোক। সেটা আমরা দলের উপর মহলে আলোচনা করে শিগগির সিদ্ধান্ত জানাব।'

Comments

The Daily Star  | English

US to make history either way

Kamala Harris and Donald Trump launched a final frenzied campaign blitz yesterday, hitting must-win Pennsylvania on the last day of a volatile US presidential race that polls say is hurtling towards a photo finish.

9h ago