‘বিএনপির এক দফার উদ্দেশ্য বিশেষ ধরনের হামিদ কারজাই-মার্কা সরকার কায়েম’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির এক দফার উদ্দেশ্য দেশে একটা বিশেষ ধরনের হামিদ কারজাই-মার্কা সরকার কায়েম করা।'

তিনি বলেন, 'বিএনপির আজকের নয়াপল্টনে যে সমাবেশ করছে তাদের উদ্দেশ্য দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করা। দেশে গণ্ডগোল করে দেশের মানুষের ওপর পেট্রল বোমা নিক্ষেপ করা।'

আজ বুধবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তৃতাকালে হাছান মাহমুদ এসব কথা বলেন।

বিএনপির এক দফা দাবি প্রসঙ্গে তিনি বলেন '২০১৩-১৪ সালে খালেদা জিয়া এক দফা দাবি দিয়েছিল সরকারকে বিদায় নিতে হবে। সরকারকে টেনে নামাতে হবে। নামাতে পারেনি। তাদের সেই এক দফা মাঠে মারা গেছে।'

সমাবেশে বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, 'আপনারা সুষ্ঠু নির্বাচনের কথা বলেন। আপনারা নির্বাচনে অংশ নেন। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাই করেন।'

তিনি বলেন, 'গত সাড়ে ১৪ বছর দেশ যে উন্নয়নের ধারায় এসেছে, সেই উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য বিএনপি মাঠে নেমেছে।'

'বিএনপির লক্ষ্য দেশে ইউরোপীয় প্রতিনিধি দল এসেছে তাদের একটা শোডাউন দেখানো। কারণ বিএনপির সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই। এজন্য বিদেশি ষড়যন্ত্র তাদের ভরসা। বিদেশি প্রভুদের কাছে তাই তারা ধর্ণা দিয়েছে,' বলেন তিনি।

মাহবুব উল আলম হানিফ আরও বলেন, 'আমরা কোনো বিদেশির কাছে ধর্ণা দেব না। আমরা জনগণের কাছে তুলে ধরব আপনারা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন।'

'দেশের মানুষ সেসব ভুলে নাই। কীভাবে আপনাদের নেত্রী দুর্নীতিতে দেশকে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন বানিয়েছিল। দেশবাসী ভোলেনি কীভাবে ২০১৩-১৪ সালে অগ্নিসন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মেরেছেন,' যোগ করেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

1h ago