সমাবেশ

‘বাস নেই, বাসায় কীভাবে ফিরব’

অসুস্থ মেয়েকে নিয়ে আধা ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তায় অপেক্ষা করছিলেন ফাতেমা তুজ জোহরা। ছবি: প্রবীর দাশ/স্টার

অসুস্থ মেয়েকে নিয়ে আধা ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তায় অপেক্ষা করছিলেন ফাতেমা তুজ জোহরা। তবু যাত্রাবাড়ী যাওয়ার বাসে উঠতে পারেননি তিনি।

আজ বুধবার সকালে ১ বছর বয়সী মেয়েকে ঢাকা শিশু হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন তিনি।

সাড়ে ১০টার দিকে শ্যামলী বাসস্ট্যান্ড এলাকা থেকে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'কোনো বাস নেই। এত ফাঁকা রাস্তা আমি আগে কখনো দেখিনি। বাসায় কীভাবে ফিরব এ নিয়ে চিন্তিত।'

বিএনপি ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে সামনে রেখে নগরীর বিভিন্ন সড়কে গণপরিবহন কম দেখা গেছে। ছবি: পলাশ খান/স্টার

বিএনপি ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে সামনে রেখে নগরীর বিভিন্ন সড়কে গণপরিবহনের উপস্থিতি তুলনামূলক কম থাকায় সকাল থেকেই দুর্ভোগে পড়েছেন ফাতেমার মতো কয়েক হাজার যাত্রী।

গণপরিবহনের জন্য অনেক যাত্রী রাস্তায় দীর্ঘসময় অপেক্ষা করেছেন, উপায় না পেয়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে রওনা হয়েছেন, কেউ কেউ আবার বিকল্প হিসেবে পিক আপ ভ্যান বা রিকশা ভ্যানে উঠেছেন।

গণপরিবহন না পেয়ে বিকল্প হিসেবে পিক আপ ভ্যান বা রিকশা ভ্যানে উঠেছেন যাত্রীরা। ছবি: পলাশ খান/স্টার

সকাল ১১টার দিকে মতিঝিলের একটি প্রতিষ্ঠানের কর্মচারী সোলায়মান দ্য ডেইলি স্টারকে বলেন, '২ ঘণ্টা চেষ্টা করেও কোনো বাসে উঠতে পারিনি। সম্ভবত আজ আমার অফিসে যাওয়া হবে না।'

আমীনবাজারে পুলিশের চেকপোস্ট। ছবি: পলাশ খান/স্টার

গাবতলী থেকে ৪৫ বছর বয়সী বেসরকারি কর্মকর্তা কামাল হোসেন বলেন, 'আমি সকালে মহাখালীর উদ্দেশে রওনা দিই। বাস সাভারের আমিনবাজার এলাকায় পৌঁছালে কয়েকজন পুলিশ সদস্য বাসটি আটকে দেয়। সব যাত্রীকে বাস থেকে নেমে যেতে বলা হয়।'

'পায়ে হেঁটে গন্তব্যের দিকে এগোনো ছাড়া আর কোনো উপায় নেই,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Admin officers protest plan for more non-admin deputy secretaries

Non-admin officers announce strike tomorrow, demanding exam-based promotions

1h ago