১৩ বছরে আ. লীগের শাসনামলে বিএনপির ৬০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে: মির্জা ফখরুল

‘আমেরিকা র‍্যাবের ওপর স্যাংশন দেওয়ায় লজ্জায় আমাদের মাথা নত হয়ে গেছে।’
‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ এ প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: রাজিব রায়হান/স্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মার্কিন সরকারের নতুন ভিসা নীতিতে আওয়ামী লীগ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে, কারণ তারা জনগণের অর্থ দেশ থেকে বিদেশে পাচার করেছে।

আজ বুধবার বন্দর নগরী চট্টগ্রামের কাজীর দেউড়ি মোড়ে 'দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ' এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও চট্টগ্রাম যুবদল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে তরুণদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেয়। ছবি: রাজিব রায়হান/স্টার

মির্জা ফখরুল বলেন, 'মার্কিন ভিসা নীতিতে আওয়ামী লীগ নেতাদের হাঁটু কাঁপছে। কারণ, তাদের সবাই বিদেশে থাকেন, তারা দেশের টাকা বিদেশে পাচার করেছেন। ভিসা নীতি এমন হয়েছে, এবার যদি তুমি ভোটে আবার কারচুপি করতে যাও অথবা দিনের ভোট রাতে করো, তাহলে তোমার রেহাই নেই।'

তিনি বলেন, 'আমেরিকা র‍্যাবের ওপর স্যাংশন দেওয়ায় লজ্জায় আমাদের মাথা নত হয়ে গেছে। র‌্যাবকে কেন স্যাংশন দেওয়া হলো? গুম ও হত্যাকাণ্ডে এই এলিট বাহিনীকে কারা জড়িত করেছে? গত ১৩ বছরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির প্রায় ৬০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'সরকার আমাদের নেতাকর্মীদের আসামি করে শত শত মামলা করেছে। সেসব মামলায় আমরা জামিন নিতে আদালতে যেতে পারি না। হাইকোর্টে জামিন পাওয়ার পর নিম্ন আদালতে গেলে নিম্ন আদালত আমাদের জেলে পাঠায়। তারা ভীরু, কাপুরুষ। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিএনপির বিরুদ্ধে পুলিশ, বিজিবি ও প্রশাসনকে ব্যবহার করছে। আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা জনগণকে ক্ষমতায় নিতে চাই। আমরা ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। আমরা সবাই এ দেশের মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করছি।'

চট্টগ্রামে কর্ণফুলী টানেল উন্নয়ন কাজের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'এটা সত্যি যে এটি দেশের প্রথম টানেল। কিন্তু মানুষের মৌলিক চাহিদার কী হবে? টানেলের আগে যুবকদের চাকরির বাজার নিশ্চিত করতে হবে, জীবনধারণ ও বাঁচার অধিকার ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে।'

'আজ ব্যবসায়ীরা ডলার সংকটের কারণে পণ্য আমদানি-রপ্তানি করতে পারছে না। আওয়ামী লীগ সরকার ব্যাংকগুলো খালি করেছে লুটপাট করে। তারা উন্নয়নের নামে ব্যাংক লুট করেছে,' বলেন মির্জা ফখরুল।

রংবেরঙের ক্যাপ ও টি-শার্ট পরে সমাবেশস্থলে এসেছেন যুবদলের নেতাকর্মীরা। ছবি: রাজিব রায়হান/স্টার

খালেদা জিয়া জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে উল্লেখ করে তিনি বলেন, 'খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। তাকে কারাগারে অনেক দিন আটক করে রাখা হয়েছিল। বারবার বলেছি, তাকে মুক্তি দিন। তারেক রহমানের দিকে নেতাকর্মীরা তাকিয়ে আছে। মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে।'

তিনি যুবদল, ছাত্রদলসহ সবাইকে দাবি আদায়ে দৃঢ় সংকল্প নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লাহ বুলু, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

 

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Prof Muhammad Yunus for a road map to reforms and the next general election.

6h ago