ট্রাভেল পারমিট পেয়ে ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফিরব: বিএনপি নেতা সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমেদ
সালাহউদ্দিন আহমেদ। স্টার ফাইল ফটো

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ট্রাভেল পারমিট দেওয়ার বিষয়ে সরকারের সম্মতির কথা তিনি গণমাধ্যমের খবর থেকে জানতে পেরেছেন। দেশে ফেরার বিষয়ে কাল-পরশুর মধ্যে গোহাটি হাই কমিশনারের সঙ্গে যোগাযোগ করবেন।

গত বৃহস্পতিবার ভারতে অনুপ্রবেশ মামলায় মেঘালয়ের শিলং জজ কোর্ট থেকে খালাস পাওয়ায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ যেকোনো সময় দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে আজ রোববার শিলংয়ে অবস্থানরত সালাহউদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি এটি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। মাঝে শুক্র-শনিবার গেল, আজ রোববার… আমি এর মধ্যে গোহাটি হাই কমিশনারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। সোমবারের আগে যোগাযোগ করতে পারব না। সোমবার অথবা মঙ্গলবার আমি নিজে যোগাযোগ করব অথবা আমার কোনো প্রতিনিধি পাঠাব।'

'এরপরে ভারতীয় সরকারের কিছু প্রক্রিয়া আছে সেগুলো শেষ করতে হবে,' যোগ করেন তিনি।

ট্রাভেল পারমিট পেলে ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি। বলেন, 'বিগত ৫ বছর ধরে আমি চিকিৎসার বাইরে। আমার দুটো মেজর অপারেশন হয়েছে। একটা ২০১৭ সালে অন্যটা ২০১৬ সালে। কিডনি অপারেশন ও হার্টে… আমার হার্টের কন্ডিশন, তার ওপর ডায়াবেটিস নানান জটিলতা আছে। ৫ বছর ধরে তো কোথাও মুভ করতে পারিনি। তাই আমি চাচ্ছি কাগজপত্র পেলে চেকআপ করিয়ে তারপর যেতে।'

'দেশে আসলে পরিস্থিতি কেমন হবে চিকিৎসা কেমন হবে সেটা তো নিশ্চিত নয় তাই চেকআপ করিয়ে যেতে চাই,' বলেন তিনি।

২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাহউদ্দিনকে উদ্ধার করে বলে জানা যায়।

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখায় মেঘালয় থানা পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এ মামলায় তিনি শিলং জজ কোর্ট থেকে খালাস পান।

পাসপোর্ট না থাকায় সালাউদ্দিন পরে দেশে ফিরতে ট্রাভেল পারমিটের জন্য গৌহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে আবেদন করেন।

গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, 'বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার আবেদন মঞ্জুর করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গৌহাটিতে সহকারী হাইকমিশনকে জানিয়েছে।'

Comments

The Daily Star  | English
Tarique Rahman warns against return of fascist forces

Tarique Rahman urges first-time voters to back BNP

'Let the first vote of the youth be for the sheaf of paddy,' he says

8m ago