খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির সিনিয়র নেতারা। আজ রাতে খালেদা জিয়ার গুলশানের বাসায় গিয়ে তারা দলের প্রধানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া জনগণকে গণতন্ত্রের জন্য কাজ করে যেতে বলেছেন।

বিএনপি নেতা বলেন, দীর্ঘদিন পর দলীয় প্রধানের সঙ্গে আজ তাদের সাক্ষাৎ হয়েছে। খালেদা জিয়া তাদের কাছে দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছেন।

মির্জা ফখরুল বলেন, 'আমরা তাকে এই বিষয়গুলো সম্পর্কে জানিয়েছি।'

মির্জা ফখরুল আরও বলেন, কয়েক বছর পর খালেদা জিয়া এবার ভিন্নভাবে ঈদ পালন করেছেন। তার পুত্রবধূ শর্মিলী রহমান এবং তার দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান এদিন তার সঙ্গে ছিলেন।

খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী তার দুই মেয়েকে নিয়ে খালেদার বাসায় যান এবং সারাদিন তার সঙ্গে কাটান। খালেদা জিয়ার বোন সেলিমা রহমান ও ভাই শামীম ইস্কান্দার দুপুরের দিকে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার নিয়মিত চেকআপের জন্য চিকিৎসকরাও বাসায় আসেন।

Comments

The Daily Star  | English

Gaza death toll 40% higher than recorded

Says Lancet study; Israeli forces bomb a group of Palestinians in eastern Gaza City

18m ago