নিবন্ধন পেতে ইসির প্রাথমিক বাছাইয়ে নতুন ১২ দল

নির্বাচন কমিশন

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ৯৩টি আবেদনের বিপরীতে, ১২টি দলকে প্রাথমিক বাছাই করেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশন মাঠ পর্যায়ে এসব দলের তথ্য যাচাই-বাছাই করা শুরু করবে।

আগামী জুনের মধ্যে এসব দলের নিবন্ধন চূড়ান্ত করা হবে বলে আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন।

প্রাথমিক বাছাইয়ে টিকে থাকা দলগুলো হলো-এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)।

ইসি সচিব জাহাঙ্গীর বলেন, 'প্রথম পর্যায়ে সংশ্লিষ্ট বাছাই কমিটি ৯৩টি দলের মধ্যে ১৪টির আবেদন বাতিলের সুপারিশ করে এবং দুটি দল তাদের আবেদন প্রত্যাহার করে। পরে বাকি ৭৭টি দলকে আরও কিছু কাগজপত্র দেওয়ার জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছিল। সেগুলোর ভেতরে মোট ১২টি দলকে বাছাই করেছে নির্বাচন কমিশন।'

চূড়ান্তকরণ প্রক্রিয়া এবং কারও সুপারিশে বাছাই করা হয়েছে কি না, জানতে চাইলে ইসি সচিব বলেন, 'নথি যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে কমিশন এই ১২ দলের বিষয়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।'

পরিকল্পনা অনুযায়ী জুনের মধ্যে চূড়ান্তকরণ প্রক্রিয়া শেষ হবে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

JnU students vow to stay on streets until demands met

Jagannath University (JnU) students tonight declared that they would not leave the streets until their three-point demand is fulfilled

1h ago