বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর হবে না: ফখরুল

ফখরুল
বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

দেশের জনগণ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের ফাঁদে পা দেবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর হবে না।

আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউটিনিতে আয়োজিত 'গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এই আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, 'আওয়ামী লীগের চরিত্রের মধ্যে একটা ব্যাপার আছে যে, রাজা রাজা ভাব। অর্থাৎ সামন্ততন্ত্র থেকে বাইরে যেতে পারে না। তাদের মনের মধ্যে খুব দুঃখ যে, ব্রিটিশ আমলে যে জমিদারগুলো ছিল, সেই জমিদার তারা হয়নি কেন! ওইভাবে চিন্তা করে তৎকালীন বাংলাদেশকে তারা জমিদারি ভাব নিয়ে শাসন করতে শুরু করেছিল।'

বাকশাল গঠনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, 'আওয়ামী লীগ কোনো ভিন্ন মত সহ্য করতে পারে না। আওয়ামী লীগ গণতন্ত্রে এই জন্যই বিশ্বাস করে না। মুখে তারা গণতন্ত্রের কথা বলে কিন্তু প্রকৃতপক্ষে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।'

বাংলাদেশে খুব ভয়াবহ পরিস্থিতি দেখছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, 'ভয়-ভীতি, ত্রাস এমনভাবে আওয়ামী লীগ ছড়িয়ে দিয়েছে; যারা কথা বলতো তারাও এখন কথা বলতে ভয় পায়। টক শোতে যায় না অনেকে, তারা অনেকে পত্রিকায় আর লেখে না, কী জানি কোন শব্দটা লিখলে তাদের আবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হবে!'

'সংবিধানকে কাটতে কাটতে এমন এক জায়গায় নিয়ে এসেছে, ৩টি অনুচ্ছেদ সম্পর্কে কোনো প্রশ্নই করা যাবে না। আজীবন থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে। এটা কখনো গণতান্ত্রিক সংবিধান হতে পারে না। সংবিধান হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণ যদি মনে করে আমি এটা পরিবর্তন করব, তাহলে পরিবর্তন করতে পারবে,' বলেন তিনি।

যারা সত্য কথা বলেন, বলতে পারেন তারা সোচ্চার হচ্ছেন না উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, 'আমাদের বিএনপির লোকজনকে যখন মারে, হত্যা করে রাস্তায় ফেলে দেয়, তখন মনে হয় ও মানুষ না, ও বিএনপি। ওর পরিচয় ও বিএনপি, মানুষ না।'

'প্রকাশ্যে রাজপথে হত্যা হলে কেন আপনারা বলেন না, এটা হত্যা হয়েছে'—প্রশ্ন রাখেন মির্জা ফখরুল।

এ রকম ভয় থাকলে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক বলেও তিনি মন্তব্য করেন।

জনগণের অধিকার ফিরিয়ে দিতে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন মন্তব্য করে ফখরুল বলেন, 'আমরা তত্ত্বাবধায়ক সরকার বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য চাই না। এরা এমনভাবে সাজিয়েছে, দেখা যাবে, নির্বাচন নির্বাচন খেলা-তামাশা একটা হবে, তারপর দেখা যাবে তারাই নির্বাচিত হয়ে গেছে। বাংলার মানুষ এই ফাঁদে পা দেবে না।'

'বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর হবে না,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Yunus raises concerns over US decision to freeze aid to key projects

Chief Adviser Professor Muhammad Yunus today raised concerns over the US decision to freeze aid to other key projects in Bangladesh, including the life-saving efforts of the icddr,b, one of the world's renowned health research institutes

58m ago