নির্বাচনী ব্যবস্থাকে সরকার লুট করে ফেলেছে: নজরুল ইসলাম খান

নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মন্তব্য করেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থাকে সরকার লুট করে ফেলেছে।

আজ মঙ্গলবার সকালে শবে বরাত উপলক্ষে এক মিলাদ মাহফিলপূর্ব অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন।

তিনি বলেন, 'মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অধিকার আমরা অর্জন করেছিলাম যে, আমরা আমাদের সরকার নির্বাচন করব। আল্লাহ যেন আমাদেরকে সেই অর্জনকে ফিরিয়ে দেন, যেটা এই সরকার লুট করে ফেলেছে। আজকে এই রজনীতে আমাদের প্রার্থনা হবে- আল্লাহ যেন আমাদের এই দুঃশাসন, এই অপশাসন, এই নিপীড়ন, এই জুলুম এই থেকে আমাদের মুক্তি দেন।'

নজরুল ইসলাম বলেন, 'রাষ্ট্রের সর্বক্ষেত্রে লুণ্ঠন, প্রায় প্রকাশ্যে লুট করা হচ্ছে দেশের সম্পদ এবং পাচার করা হচ্ছে বিদেশ। এই দেশটা শান্তিপূর্ণ হোক, এদেশের মানুষ সুখে থাকুক, সারা দুনিয়ার মানুষ থাকুক, বিশেষ করে সারা দুনিয়ার মুসলমানরা যেখানে কষ্ট করছে তাদের কষ্ট দূর হোক আমরা এই প্রার্থনা করি।'

গুম-খুনসহ নির্যাতিত কারাবন্দী নেতাকর্মীদের জন্যও দোয়া চান তিনি।

দেশের মানুষের জন্য দোয়া চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, 'আমরা জানি দেশের মানুষ কষ্টে আছে। তাদের কষ্ট দূর করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। তারা যেন এই শৃঙ্খল থেকে মুক্তি পায়-নিপীড়নের শৃঙ্খল, দুর্নীতি-অনাচারের শৃঙ্খল, অত্যাচারের শৃঙ্খল থেকে আল্লাহ যেন তাদেরকে মুক্তি দেন। এই মুক্তির নেতৃত্ব আল্লাহ বরাবর বিএনপির হাত দিয়ে এনেছেন এই বাংলাদেশে। আবার যেন অতি শিগগরি আমাদের হাত দিয়ে যেন এই মুক্তি নিশ্চিত করেন।'

নয়া পল্টনের কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এই মিলাদ মাহফিল হয়।

দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার অন্যায়ভাবে কারাবন্দী করে রেখেছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, 'আল্লাহ যেন তাকে (খালেদা জিয়া) মুক্তি দেন এবং এই দেশ ও মানুষের খেদমত করার সুযোগ করে দেন।'

বাংলাদেশে না শুধু সারা দুনিয়াতে তারেক রহমানের মতো এমন একজন মানুষ খুঁজে পাওয়া মুসকিল হবে যার পিতা দেশের নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন এবং মা দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। দুনিয়ার আর কোথায় এমন কেউ আছে কিনা আমার জানা নেই। কিন্তু তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। তিনি দেশে এসে দেশের মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে পথ দেখানোর সুযোগ পাচ্ছেন না। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব তিনি যেন তাকে সুযোগ দেন,' নজরুল ইসলাম খান যোগ করেন।

দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সহ ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল বারী ড্যানির সঞ্চালনায় মিলাদ মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আবদুল খালেক, তাইফুল ইসলাম টিপু, আবদুস সাত্তার পাটোয়ারী, উলামা দলের শাহ নেছারুল হক, নজরুল ইসলাম তালুকদার, শফিকুল ইসলাম মিল্টন প্রমুখ নেতারা মিলাদে অংশ নেন।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago