বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কারাগারে ৬ বিএনপি নেতা

পিরোজপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জেলা বিএনপির আহ্বায়ক মো. আলমগীর হোসেনসহ ৬ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
Pirojpur
স্টার অনলাইন গ্রাফিক্স

পিরোজপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জেলা বিএনপির আহ্বায়ক মো. আলমগীর হোসেনসহ ৬ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ওই মামলায় বিএনপির ১১ নেতাকর্মী জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. মহিউদ্দিনের আদালতে জামিন শুনানির জন্য হাজির হন। শুনানি শেষে বিচারক তাদের ৬ জনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মো. খায়রুল বাশার শামীম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত বছরের ২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিল কর্মসূচির আগে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে। পরে ওই দিন রাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু নাইম বাদী হয়ে ৬৯ জনের নাম উল্লেখ ও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করেন।

গত ৯ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক ২৩ ফেব্রুয়ারি জামিন শুনানির দিন ধার্য করেন। এর আগে, ওই মামলায় উচ্চা আদালত থেকে ৬ সপ্তাহের আগামী জামিন নিয়েছিলেন বিএনপি নেতা আলমগীরসহ। গত ১৩ ফেব্রুয়ারি ওই জামিনের মেয়াদ শেষ হয়।

কারাগারে পাঠানো অন্যরা হলেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. রিয়াজ উদ্দিন রানা, সদস্য মো. নজরুল ইসলাম খান, সদস্য মহিউদ্দিন মল্লিক নাসির, যুবদল নেতা রিয়াজ সিকদার এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন কুমার।

Comments