বিএনপি মিথ্যুকের দল, মিথ্যাচার তাদের সম্পদ: মির্জা আজম
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, বিএনপি মিথ্যুকের দল, মিথ্যাচারই তাদের সম্পদ।
আজ শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।
মির্জা আজম বলেন, 'আওয়ামী লীগ যখন উন্নয়ন দিয়ে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের পথে, তখন বিএনপি নেতাকর্মীরা উন্নয়ন দেখে না। তারা শুধু ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করে। তারা দেশটাকে শ্রীলঙ্কার মতো দেখতে চায়। দেশের বিরুদ্ধে মিথ্যা আজগুবি তথ্য পরিবেশনে ব্যস্ত।'
'তাদের দলের চেয়ারপারসন দুর্নীতির মামলায় জেলে। আর হাওয়া ভবনের প্রণেতা রাজনীতি করবে না এমন মুচলেকা দিয়ে দেশের বাইরে। দেশের বাইরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন,' বলেন তিনি।
আওয়ামী লীগের এই নেতা বলেন, 'আওয়ামী লীগ যখন ২০০৮ সালে ক্ষমতায় আসে, তখন খালেদা জিয়া বলেছিলেন বাংলাদেশ ভারত হয়ে যাবে। অথচ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর বিশ্ব আদালতে মামলা করে ভারত-মিয়ানমার থেকে সমুদ্র জয় করেছেন। সরকারি অর্থায়নে একযোগে সারাদেশে মডেল মসজিদ নির্মাণ করেছেন। বর্তমান সরকার দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে পদ্মা সেতু বানায়, মেট্রো রেল করে, কর্ণফুলী টানেল নির্মাণ করে। করোনাকালে বিশ্বের অনেক উন্নত দেশ যখন দিশেহারা তখন বাংলাদেশ সবার আগে করোনা টিকার ব্যবস্থা করেছে। সেই উন্নয়ন বিএনপির নেতাকর্মীদের ভালো লাগে না।'
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এ দেশে আর নির্বাচন হবে না জানিয়ে মির্জা আজম বলেন, 'সেই সুযোগ নেই। আন্দোলন যতই করুক কাজে আসবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই তাদের নির্বাচন করতে হবে। এবার বিএনপি নির্বাচনে
না এলে তাদের দলের নেতাকর্মীরাই তাদের খবর করবে। তাই এখনো সময় আছে, নির্বাচনে আসেন। আপনাদের জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন। জনপ্রিয়তা যাচাই করুন।'
Comments