১১ ফেব্রুয়ারি সারা দেশে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা-গণসংযোগ

ছবি: সংগৃহীত

আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশে পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।

বিএনপির ঘোষিত যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গণতন্ত্র মঞ্চের সমাবেশে থেকে এই কর্মসূচি আসে।

সভাপতির বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, 'যে সময় আমরা সমাবেশ করছি, সারা দেশে বাজারে আগুন। সরকার বাজারে আগুন ধরিয়ে দিয়েছে। প্রতিদিন আগুনে ঘি ঢেলে চলেছে তারা। বাজার সিন্ডিকেট জনগণকে জিম্মি করে ফেলেছে। মানুষ বলছে, বাজারে গেলে মনে হয় না দেশে কোনো সরকার আছে। প্রত্যেকটা জিনিস মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এই সরকারের ক্ষমতায় থাকার রাজনৈতিক ভিত্তি নেই। নৈতিক জোর নেই। সেই কারণে তারা বাজারকে আল্লাহ ওয়াস্তে ছেড়ে দিয়েছে। এই সিন্ডিকেট প্রতিদিন বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করছে, দেখাশোনা করার কেউ নেই।'

'ঢাকাতে আগামী ১১ ফেব্রুয়ারি সকাল ১০টায় মিরপুর-১২ নম্বর থেকে আমাদের পদযাত্রা শুরু হবে। সেখান থেকে আমরা ফার্মগেট, শাহবাগ, পল্টন হয়ে মতিঝিলে গিয়ে শেষ করবো। একইসঙ্গে গণতন্ত্র মঞ্চ জেলা ও বিভাগীয় পর্য়ায়েও এই কর্মসূচি পালন করবে,' বলেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরসহ অনেকে।

সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত মিছিল করেন জোটের নেতারা।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

3h ago