ঢাকায় ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রা

গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ে ঢাকায় ৪ দিনে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
ঢাকায় ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রা
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ে ঢাকায় ৪ দিনে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, ১০ দফা দাবি আদায়ের লক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা ২৮ জানুয়ারি দুপুর ২টায় শুরু হবে। পদযাত্রাটি বাড্ডা সুবাস্তু ভ্যালি থেকে রামপুরা হয় আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হবে। ৩১ জানুয়ারি গাবতলী থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা করবে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ৩০ জানুয়ারি দুপুর ২টায় যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত এবং ১ ফেব্রুয়ারি একই সময়ে মুগদা থেকে মালিবাগ পর্যন্ত এই পদযাত্রা করবে।'

এই পদযাত্রা শান্তিপূর্ণভাবে শেষ হবে এবং সাধারণ মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন বলে আশাবাদী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

Comments

The Daily Star  | English

Dubious cases weaken quest for justice

A man named Labhlu Mia was shot dead in the capital’s Uttara during protests on the morning of August 5.

4h ago