নাশকতা মামলায় টাঙ্গাইলের ৯ বিএনপি নেতাকর্মী কারাগারে

বিএনপির ৯ নেতাকর্মীকে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে নাশকতার অভিযোগে পুলিশের করা একটি মামলায় বিএনপির ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহম্মেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বিএনপির ১৮ নেতাকর্মীকে গতকাল আটকের পর পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার বিকেলে আদালতে হাজির করে পুলিশ। এ সময় প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড চায় পুলিশ।

আদালত পরিদর্শক তানভীর আহম্মেদ জানান, টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুপন কুমার দাসের আদালত আগামী ২৮ ডিসেম্বর আসামিদের রিমান্ড আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করেন এবং ৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।    

এই ৯ নেতাকর্মী হলেন-টাঙ্গাইল সদর থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আশরাফুল আলম, জহিরুল ইসলাম ইরান, গোলাম সরোয়ার, বেলায়েত হোসেন খান, আশরাফ আলী, লুৎফর রহমান, রাশেদুল ইসলাম, ওমর আলী ও মারুফ সরোয়ার। তবে মারুফ সরোয়ারের রিমান্ড আবেদনের শুনানির তারিখ আগামীকাল নির্ধারণ করা হয়েছে।    

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল দ্য ডেইলি স্টারকে জানান, অপর ৯ বিএনপি নেতাকর্মীকে ভবঘুরে হিসেবে পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

ফরহাদ বলেন, 'বিএনপির ২৪ ডিসেম্বরের গণমিছিল কর্মসূচিকে বানচাল করতে অবৈধ সরকারের আজ্ঞাবহ পুলিশ আহেতুক কর্মীদের আটক করে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে এবং কারাগারে পাঠিয়েছে।'

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented in presence of all stakeholders involved in the mass uprising at 5:00pm

2h ago