কুষ্টিয়ায় নাশকতা মামলায় বিএনপির ৮ নেতাকর্মী গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পৌর বিএনপি সভাপতি আব্দুর রশীদ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মিরপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রাসেল আহমেদ, ছাত্রদলের কর্মী শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কর্মী আকাশ হোসেন এবং যুবদলের কর্মী ইমরান হোসেন, জুবায়ের হোসেন ও শাহিন আহমেদ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। মামলাটি গত ৭ ডিসেম্বর করা হয়। তারা ওই মামলায় সন্দেহভাজন আসামি।

বিএনপি সূত্রে জানা গেছে, সকালে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিরপুর উপজেলা চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফুটবল মাঠের সামনে এসে সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের মধ্য থেকে ৮ জনকে গ্রেপ্তার করে।

Comments