‘এই খেলা শেষ হয়েছে, কোয়ার্টার ফাইনালে বিজয়ী আ. লীগ’

ওবায়দুল কাদের। ফাইল ফটো

বিএনপির ১০ দফার মধ্যে নতুন কিছু নেই, সব পুরনো কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'এরপরও আমরা খতিয়ে দেখছি মেনে নেওয়ার মতো কোনো দাবি আছে কি না।'

তিনি আরও বলেন, '১০ ডিসেম্বর সব অচল করে দেওয়ার ছক এঁকে বিএনপি এখন নিজেরাই অচল।'

আজ সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিএনপির সংসদ সদস্যদের জাতীয় সংসদ থেকে পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, 'এতে পার্লামেন্ট কি অচল হয়ে যাবে? নিষ্ক্রিয় হয়ে যাবে? কথা বলার লোক থাকবে না? বিরোধীদল তো সব রয়ে গেল। বিএনপির এমপিরা এভাবে চলে গেলেন, ভুল করলেন, পার্লামেন্টকে এভাবে বয়কট করা বড় ভুল, অচিরেই বুঝতে পারবেন।'

'বিএনপি নেতাদের বলি, কত হাঁকডাক, সরকার পতনের কত যে দিবাস্বপ্ন, কত যে রঙিন খোয়াব অবশেষে খতম। এই খেলা শেষ হয়ে গেছে। কোয়ার্টার ফাইনালে বিজয়ী হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সামনে সেমিফাইনাল, তারপর নির্বাচনে ফাইনাল। বাংলাদেশে আন্দোলনে যারা হারে, নির্বাচনে তারা বিজয়ী হতে পারে না।'

চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুর ইসলাম আজাদ, স্থানীয় সংসদ সদস্যসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

Comments

The Daily Star  | English
Bangladesh energy import from Nepal

Nepal set to export 40mw power to Bangladesh via India today

Bangladesh has agreed to import electricity from Nepal for the next five years

1h ago