ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান

আজ শনিবার সকালে ছবিটি মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: প্রবীর দাশ/স্টার

রাজধানী ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তাদের ভাষ্য, বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে তারা সতর্ক অবস্থান নিয়েছেন।

আজ শনিবার সকাল থেকেই বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থান নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

ছবিটি আজ শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে তোলা হয়। ছবি: আশিক আব্দুল্লাহ/স্টার

দলের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গণমাধ্যমকে বলেন, 'আন্দোলনের নামে সারা ঢাকা শহরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল বিএনপি। শেখ হাসিনার নেতৃত্বে সেটি সফল হয়নি।'

তিনি বলেন, 'নয়াপল্টনে ১০ লাখ লোক জড়ো করতে চেয়েছিল, তাও সফল হয়নি।'

আজ শনিবার সকালে ছবিটি ধানমন্ডি এলাকা থেকে তোলা হয়। ছবি: প্রবীর দাশ/স্টার

'আওয়ামী লীগ কচুপাতার পানি নয় যে, মাঠে টিকবে না। মাজাভাঙ্গা বিএনপি দিয়ে সেটা ফলপ্রসু হবে না। গত রাতে মঞ্চ করতেও বিএনপি কোনো লোক পায়নি,' বলেন মায়া।

ছবিটি আজ শনিবার সকালে শাহবাগ থেকে তোলা হয়। ছবি: পলাশ খান/স্টার

তিনি আরও বলেন, সমাবেশ করতে বিএনপি সরকারের কাছে অনুমতি চেয়েছিল, অনুমতি পেয়েছে। শান্তিপূর্ণ সমাবেশ হলে আমরা সহযোগিতা করবো।

সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হয়।

আজ শনিবার সকালে রাজধানীর বংশাল এলাকায় মিছিল করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ছবি: প্রবীর দাশ/স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, নীলক্ষেতসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের মোটরসাইকেল শো ডাউন দিতে দেখা যায়।

Comments

The Daily Star  | English

Shutdown is another economic peril

Vowing to continue an indefinite work stoppage and stage a protest march on tax offices, the NBR Reform Unity Council has intensified its demands

7h ago