সরকার দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে: গণঅধিকার পরিষদ

শুক্রবার বিকেলে পল্টনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

বিরোধী রাজনৈতিক দলের গণতান্ত্রিক-শান্তিপূর্ণ কর্মসূচি ঠেকাতে ছাত্রলীগ-যুবলীগকে রাস্তায় নামিয়ে আওয়ামী লীগ সরকার দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। 

আজ শুক্রবার বিকেলে পল্টনে এক বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

সমাবেশে নুর বলেন, 'যুদ্ধেরও একটা নিয়ম থাকে। এ সরকার কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করছে না। বিএনপির মতো উদার দলের মহাসচিব থেকে শুরু করে সিনিয়র নেতৃবৃন্দকে হয়রানি-লাঞ্ছনা-গ্রেপ্তার থেকে রেহাই দেয়নি।'

বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে তিনি প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানান।

গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, 'হামলা মামলা করে জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। নেতারা গ্রেপ্তার হলে মিছিলের শেষ কর্মী আন্দোলনের নেতৃত্ব দেবে।'

প্রশাসনকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

'বিরোধী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ এবং ছাত্রলীগ-যুবলীগের যৌথ হামলা, অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে ও গুলি করে হত্যা বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের' দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদের যুগ্ম-সদস্য সচিব আব্দুজ জাহেরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব ঈসমাইল প্রমুখ।

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

9m ago