রাজশাহীতে দ্বিতীয় দিনের ধর্মঘটে ভোগান্তি চরমে, ট্রেনের ওপর চাপ

ধর্মঘটের মধ্যে আশপাশের জেলাগুলো থেকে বিএনপি নেতা-কর্মীদের অনেকে আসছেন ট্রেনে চড়ে। স্টেশনে নেমে সবাই এক হয়ে মিছিল নিয়ে যাচ্ছেন সমাবেশস্থলে। ছবি: সংগৃহীত

বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে রাজশাহীতে চলা পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। তবে রেল যোগাযোগ স্বাভাবিক থাকায় ট্রেনের ওপর বাড়তি চাপ পড়ছে। গন্তব্যে পৌঁছানোর জন্য বেশিরভাগ মানুষ ভিড় করছেন রাজশাহী রেলওয়ে স্টেশনে।

অন্যদিকে আশপাশের জেলাগুলো থেকেও রাজশাহীর সমাবেশে পৌঁছানোর জন্য ট্রেনকে বেছে নিয়েছেন বিএনপি নেতা-কর্মীরা।

কুমিল্লা বাদে বিএনপির অন্য বিভাগীয় গণসমাবেশগুলোর আগেও ঘোষিত-অঘোষিত ধর্মঘট পালন করা হয়েছিল। সেই একই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার থেকে ১০ দফা দাবি আদায়ে বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে রাজশাহী বিভাগের ৮ জেলায়।

আগামীকাল শনিবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশের আগে ঘোষিত এই ধর্মঘটকও দলটির নেতারা সমাবেশ বাধাগ্রস্ত করার পদক্ষেপ হিসেবেই দেখছেন।

আজও রাজশাহী থেকে কোনো রুটে বাস ছেড়ে যায়নি। বাইরের কোনো বাসও রাজশাহীতে প্রবেশ করেনি। ঢাকাগামী কোচগুলোও সকাল থেকে বন্ধ রয়েছে।

চরম ভোগান্তি

রাজশাহীর রেল গেট এলাকায় ডাক বিভাগের কর্মকর্তা আব্দুল আলীম জানালেন যে তার চাচা মারা গেছেন। তাকে শেষ দেখা দেখতে স্ত্রীসহ মোহনপুর উপজেলায় যাওয়ার জন্য বেরিয়ে রেলগেটে এসে কোন বাস পাননি। তিনি বলেন, 'যানবাহন বলতে পেলাম শুধু অটোরিকশা। ফিরতি পথে এটাও পাবো কিনা বলতে পারছি না।'

নগরীর ভদ্রা মোড় এলাকায় কথা হয় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ঝর্ণা বেগমের সঙ্গে। অটোরিকশায় করে রাজশাহী এসে রংপুর যাওয়ার জন্য আরেকটি অটোরিকশার খোঁজ করছিলেন তিনি। জানালেন, অসুস্থ খালাকে দেখতে রংপুর যেতে হবে তাকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে যেভাবে রাজশাহী এসেছেন, সেভাবেই ভেঙে ভেঙে রাজশাহী থেকে যাবেন নাটোরে, সেখান থেকে বগুড়ায়। পরে রংপুরের গাড়ি খোঁজ করবেন।

নাটোরের একটি হাই স্কুলের শিক্ষক রাজশাহীতে এসেছিলেন বিএড পরীক্ষায় অংশ নেওয়ার জন্য। তিনি বলেন, 'সকালেও যেমন আমি অটোরিকশা-লেগুনা-সিএনজিতে চড়ে এসেছি, ফেরার সময়েও একইভাবে ফিরতে হবে।'

আরেক পরীক্ষার্থী নাটোর পুলিশ লাইনস হাই স্কুলের শিক্ষক চিন্ময় পালও জানালেন একই কথা।

অটোরিকশা চালক সাইদুর রহমান জানান, ধর্মঘটের মধ্যে নাটোর-রাজশাহী রুটে তিনি অন্তত ২ বার যাতায়াত করছেন। এতে তার আয় বেড়েছে। কিন্তু সময়টা লাগছে অনেক বেশি।'

বিএনপি নেতা-কর্মীদের ভরসা ট্রেন

এদিকে ধর্মঘটের মধ্যে আশপাশের জেলাগুলোর বিএনপি নেতা-কর্মীদের কাছে ভরসা হয়ে উঠেছে ট্রেন।

রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অন্য জেলা থেকে বিএনপি নেতা-কর্মীরা ট্রেনে করে রাজশাহীতে পৌঁছাচ্ছেন। পৌঁছে প্ল্যাটফর্মের বাইরে জড়ো হয়ে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন।

চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা এমন এক বিএনপি কর্মী বলেন, 'আমরা কৌশলগত কারণেই ট্রেনে একসঙ্গে ২ জনের বেশি থাকিনি। সবাই বিভিন্ন বগিতে ছড়িয়ে-ছিটিয়ে ছিলাম। তারপরেও প্রায় প্রতিটি স্টেশনে পুলিশ আমাদের জিজ্ঞাসাবাদ করেছে।'  

অবশ্য রাজশাহীতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোনের মহা-ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, 'ট্রেনে যাত্রীর সংখ্যা স্বাভাবিক আছে।'

Comments

The Daily Star  | English

Cyber protection ordinance: Draft fails to shake off ghosts of the past

The newly approved draft Cyber Protection Ordinance retains many of the clauses of its predecessors that drew flak from across the world for stifling freedom of expression.

8h ago