‘বর্তমান সরকার অতীতের যেকোনো সরকারের চেয়ে নির্দয়’
বর্তমান সরকার অতীতের যেকোনো সরকারের চেয়ে নির্দয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টার আয়োজিত 'বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা' শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
'লক্ষাধিক মামলায় ৩৯ লাখ আসামি করা হয়েছে' দাবি করে তিনি বলেন, 'পৃথিবীর আর কোনো দেশে এভাবে মামলা দিয়ে প্রধান প্রতিপক্ষকে ঠেকানোর চেষ্টা হয় না।'
স্বাধীনতাযুদ্ধের আগে যখন শেখ মুজিব আন্দোলন করেছিলেন কতগুলো মামলা হয়েছিল? ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় কতগুলো মামলা হয়েছিল? বলেও প্রশ্ন করেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, 'মানুষ বাঁচার জন্য, অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে আসছে। সে ধারাবাহিকতায় আমরা ৮ বিভাগে সমাবেশ করতে সক্ষম হয়েছি।'
গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএনপির বর্তমান স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আরও বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, সাবেক কূটনীতিক সাকিব আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক ড. সাইফুদ্দিন আহমেদ।
আলোচনায় সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান সুমন হক।
Comments