শেরপুরে বিএনপির ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

রঘুনাথপুর বাজার এলাকায় গতকাল সংঘর্ষের পর পুলিশের অবস্থান। ছবি: সংগৃহীত

শেরপুরে বিএনপির মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ২৬৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মামলায় বিএনপির ৬৩ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত প্রায় ২০০ জনকে মামলার আসামি করা হয়েছে।

পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শেরপুর সদর থানার উপপরিদর্শক আমিনুর রহমান বাদী হয়ে মঙ্গলবার রাতে এ মামলা করেন। 

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বাদল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন নিহতের প্রতিবাদে বিএনপির মিছিলকে কেন্দ্র করে শেরপুর শহরের রঘুনাথপুর বাজারে গতকাল বিকেলে পুলিশের সঙ্গে এ সংঘর্ষ হয়।

ওসি জানান, সংঘর্ষের ঘটনায় করা মামলায় শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক সেলিম শাহী ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান আতাকে আসামি করা হয়েছে।

গতকালের সংঘর্ষে পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও গুলিতে প্রায় ৫০ নেতাকর্মী আহত হয়েছে বলে জেলা বিএনপির দাবি। 

এছাড়া ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে। 

এ ঘটনায় পুলিশ শহর ছাত্রদলের সদস্য সচিব আসিফ এবং শ্রীবর্দী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেকসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে।

ওসি বশির আহমেদ বাদল বলেন, 'বিএনপির নেতাকর্মীরা রাস্তা আটকে মিছিল করে যানবাহন ভাঙচুর করছিল। তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে ২ উপপরিদর্শকসহ পুলিশের ৭ সদস্য আহত হয়।'

আহত পুলিশ সদস্যদের শেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Indian Media Reporting on Bangladesh: Fake or Fact?"

Why is the Indian media's coverage of Bangladesh markedly different from that of Bangladeshi news outlets?

6h ago