নাজিরপুরে ২ গ্রুপের সংঘর্ষের পর আ. লীগের কমিটি ঘোষণা

Pirojpur
স্টার অনলাইন গ্রাফিক্স

পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষের পর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় নেতারা মো. মোশারেফ হোসেন খানকে সভাপতি এবং আশুতোষ বেপারীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির ঘোষণা দেন।

এর আগে, সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে শনিবার সন্ধ্যায় উপজেলার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহাবিদ্যালয় মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন। দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল।

এর আগে, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর কাউন্সিলের মাধ্যমে এম এ মালেক বেপারীকে সভাপতি ও মো. মোশারেফ হোসেন খানকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ২০১৬ সালের ১৪ নভেম্বর মালেক বেপারীর মৃত্যুর পর সভাপতি পদটি শূন্য হয়। এরপর আজ ত্রিবার্ষিক কাউন্সিলে নতুন কমিটি ঘোষণা করা হলো।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago