যুবলীগের সমাবেশে ইট-পাটকেল ছোড়াছুড়ি, ঢাবি ছাত্রলীগের ৭ নেতাকর্মী আহত

যুবলীগের মহাসমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ছবি: স্টার

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে ইট-পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের অন্তত ৭ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত ও আহতদের কয়েকজন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহত পুলিশ সদস্য কবির হোসেন ডেইলি স্টারকে বলেন, 'সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ অংশে সমাবেশস্থলে প্রবেশকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়।'

'সেসময় উভয় পক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হন', যোগ করেন তিনি।

ইটের আঘাতে আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান এই পুলিশ সদস্য। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে সমাবেশস্থলে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা ধাক্কাধাক্কি শুরু করেন। পরে তাদের মধ্যে হাতাহাতি বাধে এবং একপর্যায়ে এলোপাতাড়ি ইট-পাটকেল ছোড়াছুড়ি শুরু হয়।

ঢাবি শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের পর মঞ্চের পাশ থেকে যুবলীগ নেতাকর্মীরা ইট-পাটকেল ছোড়াছুড়ি শুরু করেন। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের গায়ে ইট পড়ে। এতে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

ঢাবি ছাত্রলীগ সূত্রে জানা গেছে, মাস্টারদা সূর্যসেন হলের ছাত্রলীগকর্মী অভির হাত ভেঙেছে। মার্কেটিং বিভাগের ছাত্রলীগকর্মী তুষার হোসেনের পা মচকে গেছে। ইটের আঘাতে আরও ২ ছাত্রলীগকর্মীর মাথা ফেটেছে। তারা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ ও ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।

সেসময় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিনের মুখে ইট উড়ে এসে পড়ে।

তিনি ডেইলি স্টারকে বলেন, 'নেতাকর্মীদের নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের পর দেখি যুবলীগ নেতাকর্মীরা ইট-পাটকেল ছোড়াছুড়ি করছেন। এসময় তাদের পাশে অবস্থানের কারণে আমাদের গায়েও ইট পড়ে।'

এ বিষয়ে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ডেইলি স্টারকে বলেন, 'সমাবেশস্থলে এ ধরনের ঘটনা ঘটেছে বলে জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।'

Comments

The Daily Star  | English

Khaleda acquitted from Zia Orphanage Trust graft case

Following the judgement, there is no legal bar for Khaleda Zia to contest the general elections

1h ago