বঙ্গবন্ধু হত্যা-জেলহত্যা-২১ আগস্টের হত্যাকাণ্ড বিএনপিরই কাজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু হত্যা-জেলহত্যা-২১ আগস্টের হত্যাকাণ্ড বিএনপিরই কাজ বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ৩ নভেম্বর আমাদের জাতীয় ৪ নেতাকে নিষ্ঠুরভাবে কারা অভ্যন্তরে হত্যা করা হয়। আসলে বাংলার রাজনীতিতে হত্যা ও ষড়যন্ত্রের যে রাজনীতি এর হোতা হলো বিএনপি। বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যা, ২১ আগস্টের হত্যাকাণ্ড তাদেরই কাজ।

তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। মুক্তিযুদ্ধের মূল্যবোধের পতাকাকে আমরা আমাদের চেতনায় লালন-পালন করি, এ জন্য আমাদের আজ চিরতরে বাংলার রাজনীতিতে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আমাদের লড়াই চলছে।  

এই দিবসে আমাদের অঙ্গীকার যে, শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণকে সঙ্গে নিয়ে এই বর্বর রাজনীতি হত্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই আমরা আরও জোরদার করবো।

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

3h ago