রূপগঞ্জে ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের বাড়িতে হামলা-লুটপাট

রূপগঞ্জ বিএনপি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় গতকাল শনিবার রাতে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালানো হয়। ছবি: স্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের বাড়ি-দোকানপাটে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে৷

দফায় দফায় এ হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা৷

রাজধানীতে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করাকে কেন্দ্র করে গতকাল শনিবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার ভুলতা এলাকায় এ হামলা চলে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা-কর্মীর৷

স্থানীয় লোকজন ও বিএনপি নেতা-কর্মীরা জানান, শনিবার রাজধানীতে তাবিথ আউয়ালসহ বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখাঁ থেকে ভুলতা পর্যন্ত একটি মশাল মিছিল করে ছাত্রদলের নেতা-কর্মীরা৷ মিছিলের খবর পেয়ে উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংঠনের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে মিছিল করে৷ তাৎক্ষণিক সমাবেশও করেন তারা৷ এ সমাবেশের পরই হামলার ঘটনাগুলো ঘটে৷

বিএনপি, যুবদল ও ছাত্রদলের একাধিক নেতা-কর্মীর অভিযোগ, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল, তার ভাই যুবলীগ নেতা রানা, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হাসান, যুবলীগ নেতা আল-আমিন ও আব্দুল্লাহসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলায় অংশ নেয়৷ তারা জেলা ছাত্রদলের সহসভাপতি মাসুদুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে পরিবারের ৬সদস্যকে আহত করে৷ তাদের মধ্যে মাসুদুরের বাবা ও মা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন৷

একই রাতে ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রনি হাসান, তার মামা মো. শরীফ ও ছাত্রদল কর্মী মো. আলিফের দোকান ও রেস্তোরাঁ লুট করা হয়েছে বলে অভিযোগ তাদের৷

ছাত্রদল নেতা মাসুদুর রহমান বলেন, রাতে মশাল মিছিল বের করেন তারা৷ উপজেলার ভুলতা এলাকায় মিছিল শেষ করার কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা তার বাড়িঘরে হামলা চালায়৷ বাড়ির সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণেরও অভিযোগ করেন তিনি৷

হামলার সময় তার বাড়িতে থাকা বৃদ্ধ বাবা, মা, কিশোরী বোন, ভাতিজা ও বড় ভাইকে পিটিয়ে আহত করা হয়েছে বলে জানান মাসুদুর৷ গুরুতর আহত অবস্থায় বাবা-মা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন৷

বাড়িঘর ভাঙচুর ছাড়াও ঘরে থাকা নগদ ৭৩ হাজার টাকা, টেলিভিশন ও তার ব্যবসা প্রতিষ্ঠানের অন্তত দেড় লাখ টাকা মূল্যের পণ্য লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ এ ছাত্রদল নেতার৷ হামলার সময় ঘটনাস্থলে এক গাড়ি পুলিশও উপস্থিত ছিল বলে জানান তিনি৷

মাসুদুরের বাড়িতে হামলার পূর্বে ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদের বাড়িতে হামলা করা হয়৷ তার বাড়ির মূল গেট ভাঙতে না পেরে পাশের মুদি দোকানের তালা ভেঙে নগদ টাকা ও চাল লুট করে হামলাকারীরা৷ রাত সাড়ে এগারোটা পর্যন্ত ছাত্রদলের বিভিন্ন নেতা-কর্মীর দোকান ও রেস্তোরাঁ লুট হয়েছে বলে অভিযোগ বিএনপি নেতা-কর্মীর৷

শাকিল বলেন, 'রাজনীতির নামে লুটপাট চালাচ্ছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা৷ বাড়িঘরে হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করার নাম রাজনীতি না, এগুলো ডাকাতি৷'

তবে হামলার ঘটনায় আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া৷ তিনি বলেন, 'হামলার কোনো ঘটনা শুনিনি৷ এমন কোনো ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কেউ জড়িত না৷'

এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান বলেন, 'গত বিশ দিনে অন্তত ১৫টি হামলার ঘটনা ঘটেছে রূপগঞ্জে৷ এসব হামলায় আওয়ামী লীগের দলের নেতা-কর্মীরা অংশ নিয়ে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়৷ সবকিছু জানার পরও পুলিশ-প্রশাসন কোন ব্যবস্থা নেয় না৷'

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তার সংযোগ পাওয়া যায়নি৷ তবে জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ('গ' সার্কেল) আবীর হোসেন বলেন, 'গতরাতে দুই পক্ষেরই অবস্থানে কিছুটা উত্তেজনা ছিল৷ পুলিশও যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে তৎপর ছিল৷ তবে হামলার মতো কোনো ঘটনা ঘটেছে বলে কেউ অভিযোগ করেনি৷ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে৷'

Comments

The Daily Star  | English
Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

17h ago